Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিহুয়াওয়ের মজুদ করা চিপও শেষ

হুয়াওয়ের মজুদ করা চিপও শেষ

শাখা কম্পানি হাইসিলিকনের তৈরি চিপের মজুদ শেষ হয়ে গেছে হুয়াওয়ের। ফলে হাইসিলিকন চিপ সংবলিত কোনো স্মার্টফোন আর বাজারে আসছে না। এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট। বছরের তৃতীয় প্রান্তিকে হাইসিলিকন চিপ সংবলিত স্মার্টফোনের সরবরাহ ছিল শূন্য।

গত বছর একই সময়ে এই হার ছিল ৩ শতাংশ। ২০১৯ সালে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বিশেষায়িত লাইসেন্স ছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি যন্ত্রাংশ, সফটওয়্যার কেনা থেকে বঞ্চিত হয় হুয়াওয়ে। পরের বছর যুক্তরাষ্ট্রের সফটওয়্যার বা ডিজাইনের ব্যবহার করে বিদেশি কম্পানিগুলোর বানানো চিপও হুয়াওয়ের কাছে বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। হুয়াওয়ের হাইসিলিকন চিপের ডিজাইন করত তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানি (টিএসএমসি)। এতে হুয়াওয়ের কাছে চিপ বিক্রি করা বন্ধ করে দেয় টিএসএমসি। চিপ উৎপাদনের জন্য তারা যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল। একই জটিলতায় স্যামসাং ইলেকট্রনিকসের কাছ থেকে চিপ কেনাও বন্ধ হয়ে যায় হুয়াওয়ের। আপাতত হুয়াওয়ের ফোনগুলোতে ফোরজি চিপ থাকবে। বিশেষ লাইসেন্সের আওতায় সেগুলো সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের কম্পানি কোয়ালকম। তবে এতে ফাইভজি ব্যবহারের সুবিধা থাকবে না।

 সূত্র : সিলিকন অ্যাঙ্গল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments