এ কী কাণ্ড! শেষমেশ ছবি চুরির ঘটনায় ফেঁসে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি! তাও আবার সোনাক্ষী সিনহার ছবি চুরি করে! আর এই অভিযোগেই হুমার নামে আইনি নোটিস পাঠাতে চলেছেন সোনাক্ষী সিনহা। বিষয়টা একেবারে গোলমেলে ঠেকছে? ভাবছেন এ আবার কেমন কাণ্ড! ব্যাপারটা একটু খোলসা করা যাক। গপ্পোটা হল, সম্প্রতি হ্যালোইনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হুমা কুরেশি। ছবিতে দেখা গিয়েছে, ছবিতে অভিনেত্রীর মুখ হলুদ মাস্কে ঢাকা। এই ছবি দেখেই কমেন্ট বক্সে সোনাক্ষী সিনহা লিখলেন, আমার ছবি নিজের নাম করে কেন শেয়ার করেছ? তোমাকে আইনি নোটিস পাঠাচ্ছি! তবে এখানেই আটকে রইলেন না সোনাক্ষী। হুমার ভাই সাকিব সেলিমকে সোনাক্ষী লিখলেন, তুমি তোমার বোনকে বোঝাও। আমার ছবি ব্যবহার করে নিজেকে সুন্দরী প্রমাণ করছে। এই গোটা কাণ্ডটাই আসলে সোনাক্ষীর মস্করা।আসলে, হুমা কুরেশির মুখে পরা মুখোশের সঙ্গে মিল পেয়ে সোনাক্ষী এরকমটি লিখেছেন। ইতিমধ্যেই সোনাক্ষীর এই পোস্ট ভাইরাল। বলিউডের অভিনেতারা সোনাক্ষীর এই পোস্টকে হ্যালোইনের সেরা সোশ্যাল মিডিয়া পোস্ট বলেও দাবি করেছেন। অভিনেত্রী টুইঙ্কাল খান্নাও সোনাক্ষীর এই পোস্টের প্রশংসা করেছেন।