Sunday, December 10, 2023
spot_img
Homeধর্মহিজরি নববর্ষ উপলক্ষে আমিরাতে রাষ্ট্রীয় ছুটি

হিজরি নববর্ষ উপলক্ষে আমিরাতে রাষ্ট্রীয় ছুটি

হিজরি নববর্ষের প্রথম দিন হিসেবে আগামী ৩০ জুলাই রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির কেন্দ্রীয় সরকার এই ছুটি ঘোষণা করেছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিক এই ছুটির ঘোষণা আসে। ঘোষণায় বলা হয়, ‘হিজরি নববর্ষের প্রথম দিন হিসেবে ১ মহররম ১৪৪৪ হিজরি (শনিবার)-কে কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেছে।

ঘোষণায় আমিরাতবাসীকে অভিনন্দন জানিয়ে বলা হয়, ‘বছরজুড়ে আপনারা ভালো থাকুন। ’

সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরাতিজেশন মন্ত্রণালয়ের এক ঘোষণা অনুসারে ৩০ জুলাই ২০২২ সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও ছুটি ভোগ করবে। এর আগে আমিরাতের মন্ত্রিসভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য গৃহীত ছুটির তালিকার আলোকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাসুলুল্লাহ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের (গমন) দিন থেকে হিজরি বর্ষ গণনা করা হয়। চন্দ্রবর্ষভিত্তিক এই দিনপঞ্জিকার প্রবর্তন করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.)। এটি ইসলামিক ক্যালেন্ডার নামেও পরিচিত।

     সূত্র : গালফ নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments