সউদী আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার জেদ্দার একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ভর্তি হন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) গতকাল রোববার এ তথ্য দিয়েছে। সরকারের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালে ভর্তি করা হয়েছে সউদী আরবের বাদশাহকে। সউদী বাদশাহর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। প্রসঙ্গত, ২০১৫ সালে সউদী আরবের বাদশাহ হন তিনি। এর আগে ক্রাউন প্রিন্স এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে তার পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছে। সূত্র : রয়টার্স।