করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সেখানে একদম শুয়ে-বসে নেই তিনি। গতকাল শনিবার রাতে হোয়াইট হাউস থেকে প্রকাশ করা ছবিতে দেখা যায় হাসপাতালের প্রেসিডেন্ট ডেস্কে বসে কাজ করছেন তিনি।
ছবি প্রকাশের কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের ব্যক্তিগত টুইটারে একটি ভিডিও দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘এখানে এসে খুব একটা ভালো ছিলাম না। এখন অনেকটা ভালো লাগছে। সবাই অনেক কাজ করছেন। আমেরিকাকে আবার গড়ে তুলতে আমাকে ফিরতে হবে। আমরা এই করোনাভাইরাসকে পরাজিত করতে যাচ্ছি।’
এই ভিডিওতে তাকে যে ডেস্কে বসে কথা বলতে দেখা যায়, ছবিতেও একই ডেস্ক।
এর আগে, গত শুক্রবার সকালে ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের পর পর হোয়াইট হাউজে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নেন বলে বিবিসি’র খবরে বলা হয়।
ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে প্রেসিডেন্টের অবস্থা বেশি গুরুতর বলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
কোভিড পরীক্ষার পর তার উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের চিকিৎসকও। করোনায় আক্রান্ত হওয়ার পর ওয়াশিংটনের সামরিক হাসপাতালে টানা দুই রাত ধরে হাসপাতালে আছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের চিকিৎসক শন কনলি বলেন, এখনো বিপদ কেটে যায়নি, তবে মেডিকেল টিম আশাবাদী ট্রাম্পের পরিস্থিতি সম্পর্কে। ট্রাম্পের চিকিৎসা চলছে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে।
হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা মার্ক মিডোসকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, গত ২৪ ঘণ্টা কঠিন সময় পার করেছেন ট্রাম্প। সামনের ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন।