Saturday, June 10, 2023
spot_img
Homeখেলাধুলা‘হালা মাদ্রিদ’ শুনে হেসেছিলেন লেভানদোভস্কি

‘হালা মাদ্রিদ’ শুনে হেসেছিলেন লেভানদোভস্কি

‘হালা মাদ্রিদ’- রিয়াল মাদ্রিদকে অনুপ্রাণিত করার স্লোগানটির অর্থ, এগিয়ে যাও মাদ্রিদ। দুই শব্দের এই স্প্যানিশ বাক্যটি রবার্ট লেভানদোভস্কি শুনেছেন বায়ার্ন মিউনিখ সমর্থকদের মুখে। আর তা শুনে নাকি পোলিশ স্ট্রাইকারের হাসি পেয়েছিল।

নতুন মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন লেভানদোভস্কি। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও দু’বারের বর্ষসেরাকে ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। স্পেনে পাড়ি জমানোর পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরেছিলেন লেভানদোভস্কি। সেখানেই একদল বায়ার্ন সমর্থক তাকে উদ্দেশ্য করে রিয়াল মাদ্রিদের স্লোগান দিতে থাকে। ভক্তদের এমন আচরণ অবশ্য আমলে নেননি লেভা, ‘হ্যাঁ, আমি এটা শুনেছি (বায়ার্ন ভক্তদের মুখে ‘হালা মাদ্রিদ’ স্লোগান) এবং আমি হেসেছিলাম। কিন্তু সেখানে কিছু লোক আমার নাম ধরেও চিৎকার করছিল, বিষয়টা সত্যিই চমৎকার ছিল।’

২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন লেভানদোভস্কি। ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতার কীর্তি রয়েছে পোলিশ স্টারের। দলটির হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেন লেভা।

দীর্ঘ সম্পর্ক ছিন্ন করায় সমর্থকরা যে আশাহত হয়েছেন সেটি লেভানদোভস্কিও জানেন, ‘আমি জানি যে আমার চলে আসা ভক্তদের অনেক কষ্ট দিয়েছে। আমি বিষয়টা বুঝি এবং এখন আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। ওই সময়ে এটা পরিষ্কার করা আমার জন্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ছিল যে আমি একটা পরিবর্তনের জন্য প্রস্তুত। পুরো বিষয়টির সঙ্গে জড়িত সবার জন্যই কঠিন পরিস্থিতি ছিল এবং আমাদের সেরা সমাধান বের করতে হতো।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments