Tuesday, May 30, 2023
spot_img
Homeখেলাধুলাহারের জন্য যে বিষয়গুলোকে দুষলেন আফগান অধিনায়ক

হারের জন্য যে বিষয়গুলোকে দুষলেন আফগান অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে আফগানিস্তান। 

অথচ সিরিজের প্রথম ম্যাচটিতে প্রায় জয় তুলেই নিয়েছিল তারা। সেই ম্যাচটিতে মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন তাদের জয় ছিনিয়ে নেন। 

কিন্তু দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান কোনো দিক দিয়েই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। 

টানা দুটি ম্যাচে হারের পর নিজের হতাশার কথা জানিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। দ্বিতীয় ম্যাচটি হারার কারণ ম্যাচ শেষে জানিয়েছেন তিনি। 

হারের কারণ বলতে গিয়ে শাহিদী বলেন, আমরা শুরুর ওভারগুলোতে কিছুটা বেশি রান দিয়ে দেই। এরপর মুশি ও লিটনের পার্টনারশিপ আমাদের হাত থেকেই ম্যাচটি নিয়ে নেয়। আমরা চেয়েছিলাম তাদের ২৬০ রানের মধ্যে আটকাতে। আমরা অনেক বাড়তি রান দিয়েছি। পরের ম্যাচে এগুলো শোধরানোর চেষ্টা করব। 

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৮ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দেশ। এ ম্যাচটিও হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই টি-টোয়েন্টি সিরিজে খেলতে ঢাকায় আসবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments