মসজিদে কবিতা পাঠ
আবু সালামা ইবনে আবদুর রহমান ইবনে আওফ (রহ.) থেকে বর্ণিত, হাসসান ইবনে সাবিত আনসারি (রা.) আবু হুরায়রা (রা.)-কে আল্লাহর কসম দিয়ে এ কথার সাক্ষ্য চেয়ে বলেন, আপনি কি নবী (সা.)-কে এ কথা বলতে শুনেছেন, হে হাসসান! আল্লাহর রাসুল (সা.)-এর পক্ষ থেকে (কবিতার মাধ্যমে মুশরিকদের) জবাব দাও। হে আল্লাহ! হাসসানকে রুহুল কুদুস (জিবরিল) (আ.) দ্বারা সাহায্য করো। আবু হুরায়রা (রা.) বলেন, হ্যাঁ। (বুখারি, হাদিস : ৪৫৩)
উপকারী খেলা জায়েজ
আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আল্লাহর রাসুল (সা.)-কে আমার ঘরের দরজায় দেখলাম। তখন হাবশার লোকেরা মসজিদে (বর্শা দ্বারা) খেলা করছিল। আল্লাহর রাসুল (সা.) তাঁর চাদর দিয়ে আমাকে আড়াল করে রাখছিলেন। আমি ওদের খেলা অবলোকন করছিলাম। (বুখারি, হাদিস : ৪৫৪)
ঋণগ্রস্তকে সহযোগিতার তাগিদ
কাআব (রা.) থেকে বর্ণিত, তিনি মসজিদের ভেতরে ইবনে আবু হাদরাহ (রা.)-এর কাছে তাঁর পাওনা ঋণের তাগিদ করলেন। দুজনের মধ্যে এ নিয়ে বেশ উচ্চৈঃস্বরে কথাবার্তা হলো। এমনকি আল্লাহর রাসুল (সা.) তাঁর ঘর থেকেই তাঁদের কথার আওয়াজ শুনলেন এবং তিনি পর্দা সরিয়ে বেরিয়ে তাঁদের কাছে গেলেন। আর ডাক দিয়ে বলেন, হে কাআব! কাআব (রা.) উত্তর দিলেন, লাব্বাইক রাসুলুল্লাহ! আল্লাহর রাসুল (সা.) বলেন, তোমার পাওনা ঋণ থেকে এতটুকু ছেড়ে দাও। আর হাতে ইঙ্গিত করে বোঝালেন, অর্থাত্ অর্ধেক পরিমাণ। তখন কাআব (রা.) বলেন, আমি তা-ই করলাম, হে আল্লাহর রাসুল! তখন তিনি ইবনে আবু হাদরাহকে বলেন, উঠো আর বাকিটা দিয়ে দাও। (বুখারি, হাদিস : ৪৫৭)