Friday, September 29, 2023
spot_img
Homeখেলাধুলাহাথুরুসিংহে ইস্যুতে সাকিবের ‘নো কমেন্টস’

হাথুরুসিংহে ইস্যুতে সাকিবের ‘নো কমেন্টস’

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হলেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত তার অধীনে স্মরণীয় কিছু সাফল্য পায় বাংলাদেশ। যে কারণে তাকে ফের দায়িত্ব দেয় বিসিবি। 

মঙ্গলবার বিকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডমিনেটর্স-ফরচুন বরিশাল। এদিন বরিশালকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা টিকে রাখে ঢাকা। খেলা শেষে সংবাদমাধ্যমের সামনে আসেন বরিশালের অধিনায়ক সাকিব।

জাতীয় দলের নতুন কোচ হিসেবে হাথুরুসিংহের ফেরা নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে সাকিব বলেন- ‘নো কমেন্টস।’

সাকিব এর আগেও হাথুরুসিংহের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে এই তারকা অলরাউন্ডার মুখ দিয়ে উচ্চারণ করেন দুটি শব্দ- ‘ঠিক আছে।’

এর আগে হাথুরুসিংহে যখন বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন তখন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার বনিবনা নিয়ে গুঞ্জন ছিল। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments