ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেন। কানাডা সব সময় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় পাশে থাকবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এ মন্তব্যের পরই ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনকে তলব করে দিল্লি। এরপরও নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, ‘জাস্টিন ট্রুডো এর আগে জানান, কানাডা অধিকার আদায়ের বিষয়ে শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী। এ কারণে তাদের উদ্বেগের কথা নানাভাবে ভারত কর্তৃপক্ষের কাছে সরাসরিই তুলে ধরছে। জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নড়েচড়ে বসে। ভারতে কানাডার হাইকমিশনারকে তলব করে মন্ত্রণালয়। তবে এতকিছুর পরও গতকাল শুক্রবার আবার তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কৃষক আন্দোলনের পাশেই আছেন।’
গতকাল শুক্রবার জাস্টিন ট্রুডো বলেন, ‘কানাডা সারা পৃথিবীজুড়েই সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে ও থাকবে। আমরা খুশি যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।’
ভারতে কৃষক আন্দোলন নিয়ে কানাডার পক্ষ থেকে মন্তব্যের পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের মন্তব্য ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’। যদি এরকম চলতে থাকে তবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ‘মারাত্বক অবনতি’ ঘটবে বলে হুশিয়ারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।