স্বদেশি তারকা স্লোয়ান স্টিফেন্সের বিপক্ষে হতাশার স্মৃতি আছে সেরেনা উইলিয়ামসের। আরো একবার সেরেনাকে ভড়কে দিয়েছিলেন স্টিফান্স। তবে দারুণ প্রত্যাবর্তন দেখিয়ে এ যাত্রায় হাঁপ ছাড়লেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। গতকাল ২৭ বছর বয়সী স্টিফান্সকে হারিয়ে ইউএস ওপেনের শেষ ষোলোয় ওঠেন ছয়বারের চ্যাম্পিয়ন এ মার্কিন তারকা । নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে আসরের তৃতীয় বাছাই ৩৮ বছর বয়সী সেরেনা ২৬তম বাছাই স্টিফেন্সকে হারান ২-৬, ৬-২, ৬-২ গেমে। ২০১৩ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে টেনিস সার্কিটে হৈচৈ ফেলেন ২০ বছর বয়সী স্লোযান স্টিফেন্স।
টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে থাকা সেরেনা চতুর্থ রাউন্ডে লড়বেন ১৫তম বাছাই গ্রিসের মারিয়া সাকারির বিপক্ষে। গত সপ্তাহে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে তিন সেটের লড়াইয়ে ২৫ বছর বয়সী সাকারির কাছে হেরেছিলেন সেরেনা।
নারী এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন গত সপ্তাহে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন জেতা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলজিয়ামের এলিস মের্টেন্স ও যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন।