Wednesday, October 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালীতে বিশাল মহড়া ইরানি নৌবাহিনীর

হরমুজ প্রণালীতে বিশাল মহড়া ইরানি নৌবাহিনীর

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমজু প্রণালীতে বিশাল মহড়া শুরু করেছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই মহড়ার ভিডিও প্রচার করা হচ্ছে। এই প্রণালীটি অ্যারাবিয়ান গালফের মুখে অবস্থিত এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ রুট হিসেবে পরিচিত। বিশ্বে যত তেল সরবরাহ হয় তার এক-পঞ্চমাংশই এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এ খবর দিয়েছে আরব নিউজ।

ইরানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ওমান সাগরের দক্ষিণ উপকূল রক্ষার অনুশীলন করছে তারা। এই মহড়ার নাম দেয়া হয়েছে ‘জুলফিকার-১৪০১’। কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ব অংশ থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় এই মহড়া চলছে। চলমান মহড়া প্রসঙ্গে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা শেইখ বলেন, ইরানের নৌবাহিনীর সদস্যরা এই মহড়ায় উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করছে। গতরাতে তারা অন্ধকারের মধ্যে শত্রুকে মোকাবেলায় আধুনিক প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারের অনুশীলন সম্পন্ন করেছে।

এই মহড়ায় বিভিন্ন ধরণের ড্রোন ব্যবহার করা হচ্ছে। মহড়ায় মোহাজের-৬ সহ কয়েকটি উন্নত ড্রোন কাজে লাগানো হয়েছে।

এসব ড্রোন লক্ষ্যবস্তু চিহ্নিত করে সেখানে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের তৈরি মোহাজের-৬ ড্রোন ৪০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম বলে জানিয়েছেন  জেনারেল আলী রেজা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments