ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন। তার সেরা একাদশে সুযোগ হয়নি ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির।
শুধু বিরাট কোহলিই নন, এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমসহ পাক কোনো ক্রিকেটার হরভজনের সেরা একাদশে সুযোগ পাননি।
হরভজনের বাছাই করা সর্বকালের সেরা দলের নেতৃত্বে থাকছেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবেও তিনি সেরা পছন্দ।
হরভজনের সর্বকালের সেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা, ক্রিস গেইল, জশ বাটলার, শেন ওয়াটসন, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্র্যাভো, কায়রন পোলার্ড, সুনীল নারিন, লসিথ মালিঙ্গা ও জসপ্রীত বুমরাহ।