বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দল ও জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার (১৯ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশের সাথে হরতালকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ট্রেনের বগি ও বাসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
হরতালকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে থেমে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের দু’টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
হরতালে সুনামগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে। নোয়াখালীর সেনবাগ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণ করেছে পুলিশ। এতে ছোড়া গুলিতে বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
গাজিপুরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বগুড়ায় ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া হরতালের আগের দিন শনিবার রাতে রাজধানীসহ বিভিন্ন স্থানে আটটি বাসে আগুন দেয়া হয়েছে।
পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে রোববার থেকে শুরু হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দল ও জোটের ৪৮ ঘণ্টার হরতাল। মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। ২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল।
পুরান ঢাকায় অটোরিকশায় আগুন
হরতালে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে সকাল সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেয়া হয়েছে। ফায়ারসার্ভিস জানায়, ওয়ানস্টার হোটেলের সামনে অটোরিকশাটি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। সেটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস পরে আগুন নিয়ন্ত্রণে আনে। অটোরিকশাটিয় কোনো যাত্রী ছিল না।
রাতে ৮টি যানবাহনে আগুন
বিএনপির ডাকা দুই দিনের হরতালের আগের রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৮টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। রাত পৌনে ৮টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গত রাত ১২টার দিকে মিরপুরের কালশীতে আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টায় চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাসে, পৌনে ১০টায় জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় আরেকটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১১টায় কুমিল্লায় একটি বাসে আগুন দেয়া হয়েছে।
রাজধানীতে গণপরিবহন কম, যাত্রীসঙ্কটে দূরপাল্লার বাস
হরতালের প্রথম দিন রাজধানীতে সকাল থেকে গণপরিবহন কম চলাচল করেছে। যাত্রীসঙ্কটে ছাড়েনি দূরপাল্লার বাসও। রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এই চিত্র দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানায়, হরতালের আগের দিন শনিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাস ট্রেনসহ একাধিক যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ কারণে ঢাকায় গণপরিবহন কম চলাচল করছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
বাস টার্মিনাল
গাবতলী বাস টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, যাত্রী সঙ্কটের কারণে ছাড়ছে না অধিকাংশ দূরপাল্লার বাস।
মহাখালী বাস টার্মিনালে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাননি মোহাম্মদ হাসান নামের এক যুবক। তার বাড়ি নেত্রকোনা জেলায় যাবে। ঢাকায় এমব্রয়ডারির কাজ করেন। তিনি বলেন, মা অসুস্থ, তাই জরুরি ভিত্তিতে বাড়ি যেতে হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও নেত্রকোনার কোনো বাস পেলাম না। গাবতলী বাস টার্মিনালের হানিফ পরিবহনের এক কাউন্টার মাস্টার বলেন, সকাল থেকে বসে আছি। কোনো যাত্রী নেই। তাই বাস ছাড়তে পারছি না।
সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ কাউন্টার খোলা থাকলেও তেমন যাত্রী নেই। দু-একজন যাত্রী এলেও তারা অপেক্ষা করছেন।