নিউইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র থ্যাংকস গিভিং ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক সন্ধ্যা। উডসাইডের অভিজাত পাটি হল গুলশান টেরেসে গত ২৪শে নভেম্বর বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী ও হবিগঞ্জবাসি সহ প্রবাসের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিণত হয় বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এটর্নি মঈন চৌধুরী, আসিফ আহমেদ, আহমদুল হক বারো ভূঁইয়া পুলক, মহানগর আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ওয়াসি চৌধুরী ইএ, নুরুল আজিম, রেদওয়ান হক।

থ্যাংকস গিভিং ডে উযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এম আহমদ ফয়সলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উযাপন কমিটির আহ্বায়ক এম উদ্দিন আলমগীর। উপস্থিত অতিথিসহ সাবেক শিক্ষার্থীদের স্বাগত জানান সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি।
সভায় আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান চৌধুরী, এডঃ মোঃ নাসির উদ্দীন, ইব্রাহিম খলিল বারে ভুইয়া রিজু, শাহ মোঃ সাদেক, প্রফেসর আব্দুর রহমান, জায়েদুল মুহিদ খান, মিয়া মোঃ আছকির, ইঞ্জিঃ জয়নাল আবেদীন খান, মোতাচ্ছির দেওয়ান মঞ্জু, বিষ্ণুপদ সরকার, সুকান্ত দাস হওে, শেখ মোস্তফা কামাল, নভেল আমিন প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ন দেব রায়, ডা. মাসুদুল হাসান, ব্যারিষ্টার মিজানুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেফাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, মোঃ মালেক, আলমগীর খান আলম, সাইকুল ইসলাম, দুলাল বিল্লাহ, আবুল কাশেম, গোলাম কিবরিয়া বেলাল, গাফ্ফার আহমেদ চৌধুরী, সাঈদ, মীর পারভেজ, শিশির বনিক, শাম্মী আক্তার, আমির আলী, রেদুয়ান হক, শামীম আহমেদ, মীর মামুন, আকবর হোসেন স্বপ্ন, জুয়েল, আজহারুল, শাম্মু, ফয়সল আমিন সুমন, বাবু, মোঃ আবুল কালাম, আব্দুল কুদ্দুস জয় প্রমুখ।

থ্যাংকস গিভিং ডে অনুষ্ঠানের প্রধান অনুষঙ্গ দুইটি বড় আকারের টার্কি সহ মজাদার খাবারে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী, তাহমিনা আক্তার মীম, বাউল শিল্পী ফখরুল ইসলাম দেলোয়ার, সবিদ। সাবেক শিক্ষার্থী সহ অতিথিরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন এ অনুষ্ঠান। হল ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেনে তাদের অসাধারণ পরিবেশনা।