Thursday, June 8, 2023
spot_img
Homeবিনোদনহঠাৎ রুক্মিণীকে নিয়ে মালদ্বীপে দেব

হঠাৎ রুক্মিণীকে নিয়ে মালদ্বীপে দেব

দেব-রুক্মিণী কাহিনী টালিউডে নতুন কিছু নয়। নিজেরা স্পষ্ট ভাবে কিছু না বললেও তাদের কর্মকাণ্ডে এটা স্পষ্ট যে তারা সম্পর্কে রয়েছেন। বর্তমানে অভিনেতা মালদ্বীপে অবসর সময় কাটাচ্ছেন। তবে একা নয়, একটু খেয়াল করলেই দেখা যাবে সঙ্গে রয়েছেন বান্ধবী রুক্মিণী মৈত্রও। এ যাত্রায় তাদের সঙ্গী হয়েছেন দেবের হবু শাশুড়িও।

দেব-রুক্মিনির ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ছবিকে কেন্দ্র করে একসঙ্গে মালদ্বীপ ভ্রমণের খবরের সূচনা। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রুক্মিনির মায়ের ৬০তম জন্মদিন উপলক্ষেই এই ট্যুর।

গত কয়েকদিন ধরেই এই নিয়ে একটি-দুটি করে ছবি পোস্ট করে চলেছেন দেব-রুক্মিণী। একসাথে নয় কিন্তু, আলাদা আলাদা। যার মধ্যে একটা ছবিতে আবার পানীয়র গ্লাস হাতে মায়ের সাথে ছবি তুলেছেন রুক্মিণী। এখানেও পেছনে নীল জল। আর ক্যাপশনে বুঝিয়ে দিচ্ছেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা খুশি!

সম্পর্কের প্রথমদিকে ‘বন্ধুত্ব’ নাম দিলেও এখন অনেক খোলামেলা দেব-রুক্মিণী। যদিও কেউ প্রকাশ্যে এখনও প্রেম নিয়ে মন্তব্য করেননি। কিন্তু একে-অপরের ছবিতে কমেন্ট বুঝিয়ে দেয় তারা কতটা কাছাকাছি। ২০২১ সালেও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তারা। সেই সময়ও একসঙ্গে ছবি না দিয়ে, একই সময় একই জায়গা থেকে ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গেই আছেন। পরবর্তী কিছুদিনে সেই বছরই এই জুটি যান আইসল্যান্ডে।

এদিকে দেব-রুক্মিণীর ছবির রহস্য উন্মোচনে নেমে পড়েছে নেটিজেনরা। কমেন্টে তাদের দাবি, এবার বিয়েটা হয়েই যাক! তাহলে আর এভাবে আলাদা আলাদা ছবি দিতে হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments