Tuesday, May 30, 2023
spot_img
Homeআন্তর্জাতিকহঠাৎ করে কিয়েভে উপস্থিত জেলেনস্কির ‘সত্যিকারের বন্ধু’

হঠাৎ করে কিয়েভে উপস্থিত জেলেনস্কির ‘সত্যিকারের বন্ধু’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে শুক্রবার কোনো আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ করে কিয়েভ যান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 

এই বরিস জনসনকে ইউক্রেন ও নিজের ‘সত্যিকারের বন্ধু’ হিসেবে অভিহিত করেছিলেন জেলেনস্কি। 

কিয়েভে গিয়ে একটি ছবি প্রকাশ করেন বরিস। টুইটে দেওয়া সেই ছবির শিরোনামে ব্রিটিশ প্রধানমন্ত্রী লেখেন, মি. প্রেসিডেন্ট ভলোদমির, ফের কিয়েভে আসতে পেরে ভালো লাগছে। 

জেলেনস্কিও বরিস জনসনকে বরণ করে নেন। তিনি বলেন তাদের গ্রেট বন্ধু কিয়েভে এসেছেন।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, এ যুদ্ধের অনেক দিন প্রমাণ করেছে গ্রেট ব্রিটেনের (যুক্তরাজ্যের) সমর্থন হলো দৃঢ় এবং সংকল্প। আমাদের দেশের গ্রেট বন্ধুকে কিয়েভে দেখতে পেরে ভালো লাগছে। 

বরিস জনসন প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের অন্যন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

এ বৈঠকে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যপারে প্রস্তাব দেন তিনি। 

বরিস বলেন, এ যুদ্ধের মধ্যেও আমার এ সফর ইউক্রেনীয়দের প্রতি পরিস্কার বার্তা, যুক্তরাজ্য আপনাদের সাথে ছিল থাকবে। আপনারা জয়ী হওয়ার আগ পর্যন্ত যুক্তরাজ্য পাশে থাকবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments