হাজিরা মক্কায় গমন করছেন এবং হজের সময় ঘনিয়ে আসছে। প্রতিবছর হজের সময় পবিত্র কাবা ঘরের গিলাফ (কিসওয়াহ) তিন মিটার উঁচু করা হয় এবং তা সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়। হাজিদের আগমনে সাদা কাপড় দিয়ে মোড়ানো হয় হাজিদের পরিধেয় ধর্মীয় পোশাক ইহরামের সঙ্গে সাদৃশ্য তৈরির জন্য। হাজার বছর ধরে হজের সময় এমনটি করা হচ্ছে। ছবি ও তথ্য : হারামাইনের নিজস্ব ওয়েবসাইট