Thursday, June 8, 2023
spot_img
Homeধর্মহজে যাচ্ছেন ব্রিটিশ ক্রিকেটার আদিল রশিদ

হজে যাচ্ছেন ব্রিটিশ ক্রিকেটার আদিল রশিদ

ইংল্যান্ডের ক্রিকেটার আদিল রশিদ এবার হজব্রত পালন করবেন। তাই ভারতের সঙ্গে আসন্ন ওডিআই সিরিজে অংশগ্রহণ করবেন না তিনি। আদিল রশিদ একজন ধার্মিক মুসলিম। এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, হজ করার উপযুক্ত সময়ে তিনি উপনীত হয়েছেন।

২৫ জুন শনিবার তাঁর সৌদি আরবে পৌঁছার কথা রয়েছে। এর আগে ‘দি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড’ তাঁর ছুটি মঞ্জুর করে। হজ শেষ করে ক্রিকেটার আদিল রশিদ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দেশে ফিরবেন।

এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে আদিল রশিদ বলেন, ‘আমি অল্প সময়ের জন্য এটা করতে চাচ্ছি, কিন্তু সময়ের সঙ্গে সামঞ্জস্য বিধান করা কঠিন হয়ে যাচ্ছে। এই বছরই আমি অনুভব করি এটি (হজ) করতে হবে এবং আমি তা করতেও চাই। ’

তিনি আরো বলেন, ‘এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিটি ধর্মবিশ্বাসের কিছু নিজস্ব বিষয় থাকে। ইসলাম ও মুসলমানের জন্য হজ অনেক বড় একটি বিষয়। এটি আমার জন্য, আমার বিশ্বাসের জন্য একটি বড় বিষয়। আমি জানি, আমার যৌবন, শক্তি ও শারীরিক সামর্থ্য থাকতেই এটা আমার করা উচিত। এটা আমি করব বলে নিজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। ’ রশিদ সহযোগিতাপূর্ণ আচরণ করায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও সতীর্থদের প্রশংসা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments