Monday, May 29, 2023
spot_img
Homeখেলাধুলাহজে যাওয়া আদিল রশিদের শুভ কামনায় ইসিবি

হজে যাওয়া আদিল রশিদের শুভ কামনায় ইসিবি

পরিবারের সঙ্গে পবিত্র হজব্রত পালনে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার আদিল রশিদ। 

আদিল রশিদের হজযাত্রায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অফিসিয়াল টুইটারে শুভ কামনা জানানো হয়েছে। 

ঘরের মাঠ বার্মিংহামে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে ইংল্যান্ড। এরপর ৭ থেকে ১৭ জুলাই তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। হজে না গেলে ভারতের বিপক্ষে হোম সিরিজে খেলার কথা ছিল আদিল রশিদের। 

পাকিস্তানি বংশোদ্ভূত আদিল রশিদ ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যে ১১৫টি ওয়ানডে, ৭৩টি টি-টোয়েন্টি আর ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। 

২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ৩৪ বছর বয়সী আদিল রশিদ। এই অলরাউন্ডার দেশের হয়ে তিন ফরম্যাটে ২১২ ম্যাচে অংশ নিয়ে ৩০৩ উইকেট শিকার করেছেন। আর ব্যাট হাতে তিন ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ১ হাজার ২৮৮ রান। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments