করোনা মহামারির পর মুক্তভাবে এবার পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছেন পবিত্র ভূমি সৌদি আরবের মক্কা, মদিনায়। অনেক বিধিনিষেধ তুলে নেয়া হলেও এখনও সৌদি আরবে অনুমোদিত করোনা ভাইরাসের যেকোনো একটি টিকার পূর্ণাঙ্গ ডোজ নেয়া থাকতে হবে হজযাত্রীদের। এ বছরে যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য এই নীতি ঘোষণা করেছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে কর্তৃপক্ষ কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেয়। এর মধ্যে আছে জনাকীর্ণ অথবা আবদ্ধ স্থানে মুখে মাস্ক পরা লাগবে না। এ ঘোষণা দেয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে মন্ত্রণালয় ওই নীতি ঘোষণা করেছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
মন্ত্রণালয় বলেছে, এ বছর যারা হজ করবেন তাদেরকে ইলেক্ট্রনিক রেজিস্ট্রেশন পোর্টালে নিবন্ধিত তালিকা অনুযায়ী টিকা নেয়া থাকতে হবে। তবে এর আগে বলা হয়, ইনডোরে আর মুখে মাস্ক পরতে হবে না। এতে পবিত্র মক্কায় গ্রান্ড মসজিদ এবং মদিনায় মসজিদে নববীতে এ রীতি প্রযোজ্য নয়।