Saturday, June 10, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিস্যামসাং গ্যালাক্সি এস২২ : ক্যামেরায় যেসব চমক থাকছে

স্যামসাং গ্যালাক্সি এস২২ : ক্যামেরায় যেসব চমক থাকছে

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ক্যামেরায় কিছু নতুন ফিচার যোগ হচ্ছে।  
প্রতিষ্ঠানটি নতুন অ্যাস্ট্রোফটোগ্রাফি ফিচার এবং মাল্টি-এক্সপোজার সমর্থনসহ এক্সপার্ট ‘র’ ক্যামেরা অ্যাপের জন্য নতুন আপডেট ঘোষণা করেছে।  এ ছাড়া নতুন ক্যামেরা সহকারী অ্যাপ চালু করছে। যাতে ব্যবহারকারীরা সহজেই ক্যামেরার সেটিংসে প্রবেশ করতে পারবে।

নতুন অ্যাস্ট্রোফটোগ্রাফি এবং মাল্টি-এক্সপোজার ফিচার

গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংযোজন এক্সপার্ট ‘র’ আপডেটে রয়েছে ‘স্কাই গাইড’ ফিচার। যাতে ব্যবহারকারীরা রাতের আকাশে সহজেই নক্ষত্র, সৌরজগৎ, তারা এবং নীহারিকার অবস্থান চিহ্নিত করতে পারবে। রাতের আকাশের ছবি তুলতে এটি মাল্টি-সেগমেন্টেশন এবং মাল্টি-ফ্রেম প্রসেসিংসহ উন্নত ‘এআই’ অ্যালগরিদম ব্যবহার করে।

নতুন ফিচারটি ব্যবহার করে একসঙ্গে বেশ কয়েকটি ছবি একবারে তুলতে পারবেন। এ ছাড়া ব্যবহার করতে পারবেন ওভারলে মোড অপশনটি। মোডটি আপনাকে শৈল্পিক চিত্র তৈরি করতে সাহায্য করবে। অর্থাৎ একটি ছবির ওপর আর একটি ছবি বসিয়ে কাজ করতে পারবেন। গ্যালাক্সি এস ২২-এর জন্য তৈরি বেটার নতুন ভার্সনের এক্সপার্ট ‘র’ অ্যাপে এই দুটি ফিচারই পাবেন।  

ক্যামেরা অ্যাসিসট্যান্ট অ্যাপ

গ্যালাক্সি এস২২ সিরিজের ফোন ব্যবহারকারীদের জন্য আছে নতুন অ্যাপ ‘ক্যামেরা অ্যাসিসট্যান্ট’। এটি ব্যবহার করে আরো ভালো ভিডিও ধারণ করতে পারবেন। ক্যামেরায় ভিডিও করার সময় বিভিন্ন ধরনের মোড বেছে নিতে পারবেন।   

অ্যাপটি ব্যবহারকারীদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলে বেছে নিতে পারবেন :

১. অটো এইচডিআর
২. সফটেন পিকচার
৩. অটো লেন্স সুইচিং
৪. ফটো মোডে ভিডিও রেকর্ডিং
৫. ফার্স্ট শাটার

টাইমার ব্যবহার করে যে কয়টি ছবি তুলতে চান সেই সুযোগ আপনাকে দেবে অ্যাপটি। ক্যামেরার ‘টাইম আউট’ ঠিক করে দিতে পারবেন পছন্দমতো। ডিসপ্লেতে একটি পরিষ্কার প্রিভিউ দেবে ফোনটি। গ্যালাক্সি এস২২-এর জন্য গ্যালাক্সি স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

সূত্র : এক্সডা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments