Wednesday, March 22, 2023
spot_img
Homeবিনোদনস্বামীর রান্না করা কলিজা ভুনায় পরিমণীর সেহরি

স্বামীর রান্না করা কলিজা ভুনায় পরিমণীর সেহরি

পাঁচদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। ঘরে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন নায়িকা। গতকাল সেহররি সময় নিজের ব্যক্তিগত ফেসবুকে এক বাটি কলিজা ভুনার ছবি পোস্ট করেছেন পরীমণি। ক্যাপশনটা দিয়েছেন বেশ মজা করে। লিখেছেন, ‘জামাইয়ের কলিজা ভুনা’। স্ট্যাটাসটি তিনি স্বামী শরীফুল রাজকে ট্যাগ দিয়েছেন। বোঝাই যাচ্ছে রাজের হাতে রান্নায় মুগ্ধ নায়িকা। তবে ক্যাপশনে রাজের কলিজা খাচ্ছেন বলে মজা করলেন পরী।তার পোস্টটি নিয়ে বন্ধুরা বেশ মজা করছেন। উল্লেখ্য, গত রোববার সকালে বাসায় চেয়ারে বসা ছিলেন পরীমনি। এক পর্যায়ে মাথা ঘুরে সেই চেয়ারসহ উল্টে পড়ে যান তিনি। যা নিয়ে বাসার সবাই বেশ ভয়ের মধ্যে ছিলেন। অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অন্তঃসত্ত্বা এই নায়িকা। তার অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments