Tuesday, November 29, 2022
spot_img
Homeবিনোদনস্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ অভিনেত্রীর

স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ অভিনেত্রীর

বিয়ের পর দুই বছর যেতে না যেতেই গার্হস্থ্য হিংসা ও মানসিক অত্যাচারের শিকার হলেন মারাঠি সিনেমার অভিনেত্রী স্নেহা চভন। সম্প্রতি স্বামী মারাঠি অভিনেতা অনিকেত বিশ্বাসরাওয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন স্নেহা। তার অভিযোগ, তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেছেন অনিকেত। এছাড়াও নানা কারণে মারধরও করেন তার স্বামী। স্নেহা তার অভিযোগে লেখেন, তার পেশাদার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে স্বামী অনিকেতের জন্যই। শুধু তাই নয়, স্নেহার অভিযোগ, তার অনুরাগীর সংখ্যা বাড়লেই নিরাপত্তাহীনতায় ভুগতেন অনিকেত। হিংসে করতেন স্নেহার উন্নতিতে। এমনকী স্নেহা ভাল ছবির অফার পেলে তাতে বাধাও দিতেন অনিকেত।
স্নেহা আরও অভিযোগ করেন, শুধু স্বামী অনিকেতই নয়।তার শ্বশুর ও শাশুড়িও অনিকেতকে প্ররোচনা দিতেন। স্নেহাকে মারধর করতে উৎসাহিত করতেন।
স্নেহা ও অনিকেত জুটি বেশ জনপ্রিয় মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাদের দাম্পত্যে এরূপ অশান্তির খবর জানতে পেরে হতবাক অনুরাগীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments