Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদনস্বরাকে নিয়ে গুঞ্জন

স্বরাকে নিয়ে গুঞ্জন

দেখুন কাণ্ড! কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি! স্বরা ভাস্করের সঙ্গে ঠিক এমনটাই ঘটলো। কথা নেই, বার্তা নেই হুট করে সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিলেন স্বরা নাকি মা হতে চলেছেন! তাও আবার বিয়ের সাড়ে চার মাসের মধ্যে। হ্যাঁ, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভুয়া খবর। যে স্বরা ভাস্কর আসলে মা হতে চলেছেন। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। আর যত বিভ্রান্তি তা রাজু দাস হনুমানগড়ি অযধ্যা নামের এক টুইটার প্রোফাইল থেকে করা এক টুইটের মধ্যদিয়েই। এই রাজু দাস নামের ব্যক্তি টুইট করে লিখলেন, স্বরা ভাস্কর বিয়ের সাড়ে চার মাসের মধ্যেই মা হতে চলেছেন। এত তাড়াতাড়ি সন্তানের জন্ম দিয়ে নীতিন গড়করিকে দেখিয়ে দেবে সময়ের আগে কাজ পূর্ণ করা যায়! প্রথমে এই টুইট দেখে নেটিজেনরা ভুল বুঝলেও, পরে স্পষ্ট হয়েছে স্বরাকে টেনে নীতিন গড়করিকে ব্যঙ্গ করা হয়েছে। যে গুঞ্জন ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

 প্রসঙ্গত, স্পেশাল অ্যাক্টে রেজিস্ট্রার হয় জানুয়ারি মাসের ৬ তারিখ। তবে এতদিন সবার থেকে আড়ালেই রেখেছিলেন এই বিয়ের কথা।

অবশেষে ১৬ তারিখ সামাজিক বিয়ে সারেন স্বরা। সোশ্যাল মিডিয়ায় স্বরা প্রকাশ্যে আনলেন এই বিয়ের খবর। জানা গিয়েছে, এক মিছিলে ফাহাদের সঙ্গে আলাপ হয় স্বরার। বিয়ের খবর জানিয়ে স্বরা লিখলেন, অনেক সময়ই আমরা দূরের কোনো জিনিসকে কাছে পেতে চাই বা খুঁজে থাকি। কিন্তু অনেক সময়ই প্রাণের জিনিসটা পাশে থাকে। আমরা ভালোবাসার খোঁজ করি। কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পাই। তারপর দু’জন দু’জনকে পাই। আমার হৃদয়ে তোমাকে স্বাগত ফাহাদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments