রাস্তা দিয়ে আপনা-আপনি গাড়ি চলছে—এমন দৃশ্য দেখার জন্য আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবে এই গাড়ি রাস্তায় নামলে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক। স্বয়ংক্রিয় গাড়ির চলাচল সহজ করতে চতুর্থ আরেকটি ট্রাফিক লাইট চালুর প্রস্তাব দিয়েছেন তাঁরা। তাঁদের মতে, চতুর্থ আরেকটি লাইট দ্বারা স্বয়ংক্রিয় গাড়ি নিয়ন্ত্রিত হলে সময় ও তেলের খরচের পরিমাণ কমানো যাবে।
মানব চালক, স্বচালিত গাড়ি ও ট্রাফিক লাইট কম্পিউটার সিস্টেমের মধ্য সমন্বয়ও ঘটানো যাবে। তবে এই লাইট স্বচালিত গাড়িগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করবে না। চতুর্থ লাইট দেখে মানুষকেই বুঝে নিতে হবে যে এখন তাকে স্বচালিত গাড়ির পেছন পেছন যেতে হবে। যখন রাস্তায় স্বচালিত গাড়ির সংখ্যা একেবারেই কম থাকবে তখন ট্রাফিক লাইট আবার লাল, সবুজ ও হলুদ রং ধারণ করবে। এখনো এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে দেখা বাকি। তবে নতুন ট্রাফিক লাইটের ব্যবস্থা চালু হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যাবে বলে আশা করছেন গবেষকরা। এরই মধ্যে পরীক্ষামূলক কাজে নিয়োজিত বেশ কিছু স্বচালিত গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে।
সূত্র : টেক স্পট