Saturday, June 10, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিস্পাইওয়্যার ‘হারমিট’ ব্যবহার করছে তিন দেশের সরকার

স্পাইওয়্যার ‘হারমিট’ ব্যবহার করছে তিন দেশের সরকার

স্পাইওয়্যার টুল দিয়ে আইওএস ও অ্যানড্রয়েড ব্যবহারকারীদের ফোন থেকে বিভিন্ন তথ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে। এসব তথ্যের মধ্যে আছে কল লগ, ছবি, কনটাক্টস, লোকেশন ও এসএমএস। এর আগে সাইবার সিকিউরিটি ফার্ম লুকআউট জানায়, ইতালি, কাজাখস্তান ও সিরিয়ার গোয়েন্দা সংস্থা  বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া এই স্পাইওয়্যার দিয়ে দুর্নীতি দমনের কাজ পরিচালনা করছে। সম্প্রতি গুগলের থ্রেট অ্যানালিসিস গ্রুপ (টিএজি) হারমিট নামের একটি স্পাইওয়্যার সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্টে জানানো হয়, অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস স্পাইওয়্যার ঢোকানোর জন্য প্রথমে ব্যবহারকারীর আইএসপি ক্যারিয়ারের মাধ্যমে ডেটা ডিস-এবল করে দেওয়া হয়। এরপর সমস্যা সমাধানের জন্য মেসেজের মাধ্যমে স্পাইওয়্যারটির লিংক পাঠানো হয়। কাস্টমাইজেবল এই স্পাইওয়্যারের নির্মাতা ইতালিয়ান হ্যাকার গ্রুপ আরসিএস। ‘হারমিট’ স্পাইওয়্যার সর্বপ্রথম গত এপ্রিলে কাজাখস্তানে শনাক্ত করে লুকআউট। আরসিএস ল্যাবের ভাষ্য, সন্ত্রাসবাদ, মাদক চোরাচলান, সংঘবদ্ধ অপরাধ, দুর্নীতি ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এটি কাজে লাগাচ্ছে।   সূত্র : টেকক্রাঞ্চ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments