Sunday, March 26, 2023
spot_img
Homeজাতীয়স্ট্রোক করে হাসপাতালে জেনারেল ইবরাহিম

স্ট্রোক করে হাসপাতালে জেনারেল ইবরাহিম

স্ট্রোক করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। অসুস্থ অনুভব করায় মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেয়া হয় বলে মানবজমিনকে জানিয়েছেন কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব (সমন্বয়) আব্দুল্লাহ আল হাসান সাকিব। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সকালের দিকে ওনি খুব মাথাব্যথা এবং ঘাড় ব্যথা অনুভব করেন। পরে সকাল আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল নেয়ার পর ওনার একটা সিটিস্ক্যান করা হয়। পরে ডাক্তার সিটি স্ক্যান রিপোর্টের বিষয়ে জানান, ওনার ব্রেন হেমারেজ হওয়ায় ব্রেন স্ট্রোক করেছেন তিনি। এরপর থেকে তিনি সিএমএইচের ডিএইচডি ইউনিটে ভর্তি রয়েছেন। আজ ওনার একটি অপারেশন লাগতে পারে।ওনার ছোট ভাই একজন নিউরোলজিস্ট। তিনিও এসেছেন। অপারেশনের বিষয় আজ বিকালে সিদ্ধান্ত হবে। ওনার অবস্থা সংকটাপন্ন বলা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments