অনলাইন গেমিং, লাইভ স্ট্রিমিং অডিও ও ভিডিও প্রচারে চীনা কম্পানিগুলোর জন্য নীতিমালার খসড়া তৈরি করেছে দেশটির সরকার। ১৮ বছরের কম বয়সীদের নিরাপদ রাখতে ‘ইয়ুথ মোড’ চালুর পরিকল্পনা করছে চীনের সাইবার অ্যাডমিনিস্ট্রেশন। কোনো প্রতিষ্ঠান ইয়ুথ মোড চালু করতে ব্যর্থ হলে ওয়েবসাইট বন্ধ করা হবে অথবা ব্যবসার লাইসেন্স প্রত্যাহার করা হবে।
অনলাইনের পরিবেশ নিরাপদ রাখতে নিয়মিত নজরদারি চালাতে হবে প্রধান প্রধান স্ট্রিমিং সাইটকে।
চীনের টেনসেন্ট ভিডিও, আইকিউআইওয়াইআই, বাইটড্যান্সের মালিকানাধীন দোওইন এরই মধ্যে ইয়ুথ মোড চালু করেছে।
গেম ও ইন্টারনেটের প্রতি আসক্তি নিয়ে চীন সরকার বেশ উদ্বিগ্ন।
গত বছর চীনে নিয়ম জারি হয়, ১৮ বছরের নিচে যাদের বয়স তারা সপ্তাহে তিন ঘণ্টা গেম খেলতে পারবে। অনলাইনে ভিডিও গেম খেলার ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের প্রকৃত নাম-পরিচয়, এমনকি জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়ারও বাধ্যবাধকতা আছে চীনে। সূত্র : দি ইকোনমিক টাইমস