বিখ্যাত ব্যান্ড রোলিং স্টোনসের ‘স্টার্ট মি আপ’ মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল ৪০ বছর আগে। সেটি প্রকাশের ৪০ বছর পূর্তিতে বোস্টন ডাইনামিকসের প্রকৌশলীরা নতুন করে সেই ভিডিওর রেকর্ডিং করেছেন। তাতে অবশ্য নেচেছে প্রতিষ্ঠানটির রোবট কুকুররা। শুধু নাচই নয়, ওরা গান গাওয়ার ভঙ্গিও করে। সূত্র : বিবিসি