Saturday, February 4, 2023
spot_img
Homeখেলাধুলাস্টাম্প মাইকে গালাগালি; কী শাস্তি হবে কোহলির?

স্টাম্প মাইকে গালাগালি; কী শাস্তি হবে কোহলির?

কেপাটাউন টেস্ট ৭ উইকেটে হেরে দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও সিরিজ খুইয়েছে ভারত। চার দিনেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার এক উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ওপেনার লোকেশ রাহুল। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার রিভিউ নিয়ে এলবিডাব্লিউ থেকে বাঁচলে রেগেমেগে এই তিনজন স্টাম্প মাইকের কাছে গিয়ে সম্প্রচারকারীদের গালাগাল করেন!’

দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অল আউট হওয়া ভারত দক্ষিণ আফ্রিকার সামনে ২১২ রানের টার্গেট দিয়েছিল। সেই টার্গেট তাড়ায় নেমে শুরুতে এইডেন মার্করামকে হারালেও এলগার এবং কিগান পিটারসেন জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২১তম ওভারে অশ্বিনের বল এলগারের পায়ে লাগে। ভারতীয় দল আবেদন করলে মাঠের আম্পায়ার মারিয়াস ইরাসমাস আউটের সিদ্ধান্ত দেন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এলগার। সেখানে দেখা যায় বল উইকেটের ওপর দিয়ে যাচ্ছে।

কিন্তু প্যাডের যেখানে বল লেগেছিল, সেখান থেকে বল অতটা উঁচুতে কী করে উঠতে পারে তা বুঝতে পারছিলেন না কোহলিরা। তাঁদের চোখেমুখে স্পষ্ট বিরক্তি ছিল। তাই রেগেমেগে স্টাম্প মাইকের কাছে গিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘সাবাস ডিআরএস, খুব ভালো খেলেছ!’ লোকেশ রাহুল বলেন, ‘সারা দেশ খেলছে ১১ জনের বিপক্ষে।’ কোহলিকে আবারও বলতে শোনা যায়, ‘শুধু প্রতিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সব সময় আমাদের যেন ধরতে চাইছে।’

কোহলিরা যখন স্টাম্প মাইকে এমন গালাগাল করছেন, সেই সময় অন্য প্রান্তের স্টাম্প মাইকে নিজের রাগ ঝাড়তে থাকেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অভিজ্ঞ স্পিনার দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা সুপারস্পোর্টের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ‘সুপারস্পোর্টসের উচিত অন্যভাবে জয়ের পথ খুঁজে নেওয়া।’ সিনিয়র খেলোয়াড়দের এমন কাণ্ডে মাঠের আম্পায়ার ইরাসমাসও অবাক হয়ে বলতে থাকেন, ‘এটা অস্বাভাবিক!’ এখন দেখার, এই ঘটনা ঘটানোর জন্য কোহলিদের কী শাস্তি দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments