Monday, May 29, 2023
spot_img
Homeসাহিত্যসৌমেন্দ্র গোস্বামীর গুচ্ছ কবিতা

সৌমেন্দ্র গোস্বামীর গুচ্ছ কবিতা

কঠিনের প্রতিধ্বনি

তার শব্দদূষণে
মেঘের বিদ্যুৎ নেমে আসে চোখে
কতকাল হয় জাদুর প্যাকেট রেখেছি তুলে
ব্যালকনির পথটুকু পথের পাতাটন ভেবে
দিন যাচ্ছে চলে
কত সংশয়-সমস্যা জীবনে
কী অসহায়ত্ব ধরে ল্যাপটপের আলোয় লিখেছি
সরঞ্জিনী কাব্য
সে কি জানে; পৃথিবীতে বাবা-মায়ের পর
বোনের টুকু রেখে
আর নেওয়ার কিছু নেই
সাহিত্যিক জীবনে
পৃথিবীর কৌতূহলের পর
আমার আর কোনো কোলাহল নেই!

****

বৃহস্পতিবারের কবিতা

কালো আলো আর শঙ্খনীল শহরের
রঙিন প্রতীতির মতো
কিছু কথা আছে;
মাতৃগর্ভের নিরাপত্তায় বড় করেছি
শ্রোতাশূন্য আসরে জন্ম না দিয়ে
বড় হওয়ার প্রশ্নে গাছ হতে বলেছি।

পূবের বাতাসে পশ্চিমে বড় হওয়া গাছ
সংঘর্ষে-ঘর্ষণে নড়ে ওঠে বৃহস্পতিবার;
ভালোবাসা কঠিন কাজ
সোনার বালিস কালো করা চোখে
স্বর্গের কল্পনা এঁকে
জীবনের পরপ্রস্থেও দেখি নিয়তির লাল!

আমি এখন চাকর,
ভালো থাকার অভিনয় করি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments