লিগ শিরোপা আগেই ঘরে তুলেছে পিএসজি। তাই লিগ ম্যাচ নিয়ে তেমন মাথা ব্যথা নেই মেসি-নেইমারদের। এরই সুযোগে সৌদি আরবে সফরে গিয়েছে দলটির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পরিবারের সঙ্গে এই সফরে গিয়েছেন সাত ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
তার সঙ্গে যুক্ত হয়েছেন পিএসজির আরেক আর্জেন্টাইন লেয়ান্দ্রো পারেদেস।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের আমন্ত্রণে জেদ্দায় গিয়েছেন মেসি। ফ্রেঞ্চ সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবে পর্যটন ‘দূত’ হতে যাচ্ছেন তিনি। সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব জানিয়েছেন,’আমি লিওনেলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা তাকে লোহিত সাগরের ধন, জেদ্দা স্টেশন এবং আমাদের প্রাচীন ইতিহাস দেখাতে পেরে আনন্দিত। সৌদি কিংডমে তার (মেসির) প্রথম সফর নয় এবং এটি শেষও নয়। ‘
সৌদি আরবের সমুদ্র সৈকতের পাশে বসা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লিওনেল মেসি।