সৌদি আরবে জন্মান্ধ হুসাইন মুহাম্মদ তাহির রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে হিফজ সম্পন্ন করেছে। তার বয়স মাত্র পাঁচ বছর। সে সৌদি আরবের জেদ্দার অধিবাসী। সন্তানের এই অসামান্য সাফল্যের কথা জানিয়ে মুহাম্মদ তাহির জানান, ছেলে কোনো দিন দেখতে পারবে না জেনে তিনি তার জন্য একটি রেডিও কিনে দেন এবং তাতে এমন একটি স্টেশন ঠিক করে দেন, যাতে ২৪ ঘণ্টা কোরআন তিলাওয়াত হয়। যেন ছেলে শুনে শুনে কোরআন শেখায় অভ্যস্ত হয়। কিন্তু সে যে শুনে শুনে কোরআন মুখস্থ করে ফেলবে, তা আমার কল্পনায় ছিল না। তিন বছর পর্যন্ত বুঝতেই পারিনি হুসাইন রেডিও শুনে কোরআন মুখস্থ করছে। জেদ্দা ছেড়ে মদিনায় যাওয়ার পর হুসাইন মসজিদ-ই-নববীতে নিয়ে যাওয়ার আবদার করে। মসজিদে যাওয়ার পর মুহাম্মদ তাহির তাকে সুরা বাকারার কিছু আয়াত তিলাওয়াত করতে বলেন। কিন্তু হুসাইন পুরো একটা সুরা মুখস্থ তিলাওয়াত করে, যা তার বাবাকে সীমাহীন বিস্মিত করে। এরপর কয়েক শিক্ষক পরীক্ষা করে নিশ্চিত হন হুসাইনের সম্পূর্ণ কোরআন মুখস্থ রয়েছে। সূত্র : আরব নিউজ