সোমালিয়ার নিরাপত্তা বাহিনী সোমবার আল-শাবাব জঙ্গিদের বেশ কয়েক ঘণ্টা ধরে চলা হামলার ঘটনার সমাপ্তি এনেছে। জঙ্গিরা রাজধানী মোগাদিশুর একটি জনপ্রিয় হোটেলে রবিবার রাতে হামলা চালিয়ে আট বেসামরিক লোককে হত্যা করে।
স্থানীয় সময় সোমবার বিকেলে জাতীয় পুলিশের মুখপাত্র সহিংস হামলা শেষ হওয়ার খবর দেন।
আল-কায়েদার সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের হামলাটি স্থানীয় সময় রবিবার রাত ৮ টার দিকে গুলি এবং বিস্ফোরণের মধ্য দিয়ে শুরু হয়।
হামলার স্থান ভিলা রোজ হোটেলটিতে এমপি ও অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রায়ই যান।
হামলা শুরু হওয়ার দীর্ঘ প্রায় ২১ ঘন্টা পরে জাতীয় পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে সোমবার বিকেলে সাংবাদিকদের বলেন, ‘ভিলা রোজ হোটেলের কিয়ারেন্স অপারেশন শেষ হয়েছে। ’
মুখপাত্র সাদিক দুদিশে বলেন, জঙ্গিরা হোটেলে ওঠা আটজন বেসামরিক বোর্ডারকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনী প্রায় ৬০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের কেউ আহত হয়নি।
অভিযানে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হয়েছে বলে জানান পুলিশের মুখপাত্র।
ছয় হামলাকারীর মধ্যে পাঁচজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রাণ হারায় ও অন্য জন বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে।
ভিলা রোজ হোটেল সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম¥দের কার্যালয় থেকে অদূরেই রাজধানীর অতি সুরক্ষিত অংশে অবস্থিত। জঙ্গিরা কীভাবে ওই এলাকার অনেক পাহারা চৌকি এড়াতে সক্ষম হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৫ বছর ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাত করার চেষ্টা করা আল-শাবাব এ হামলার দায়ও স্বীকার করেছে।
সোমালিয়ার সাম্প্রতিক নির্বাচিত সরকার উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধের’ নীতি অনুসরণ করায় সংগঠনটি বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সূত্র: এএফপি