Sunday, September 24, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসেপ্টেম্বরে কোয়েস্ট ৩ আনছে মেটা

সেপ্টেম্বরে কোয়েস্ট ৩ আনছে মেটা

কোয়েস্ট ৩ ভিআর হেডসেট আনছে মেটা। এক ইনস্টাগ্রাম পোস্টে হেডসেটটি আনার ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। কোয়েস্ট ২-এর চেয়ে কোয়েস্ট ৩ আকারে ৪০ শতাংশ বেশি পাতলা হবে। কোয়ালকমের নেক্সট জেনারেশন চিপসেটের পারফরম্যান্সও আগের তুলনায় দ্বিগুণ গতি দেবে।আগামী ২৭ সেপ্টেম্বর মেটার কানেক্ট ইভেন্টে হেডসেটটি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। মেটার কোয়েস্ট ৩ ভিআর হেডসেটের দাম ৪৯৯ ডলার বা ৫৩ হাজার টাকা। নতুন মিক্সড রিয়ালিটি হেডসেট আনার ঘোষণা দিয়ে কোয়েস্ট ২-এর দাম কমিয়েছে মেটা। ৩৯৯ ডলারের হেডসেটটির দাম কমানো হয়েছে ১০০ ডলার।

সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments