Sunday, March 26, 2023
spot_img
Homeবিনোদন‘সেদিন কী ঘটেছিল?’

‘সেদিন কী ঘটেছিল?’

এবারের ঈদে অতিপ্রাকৃত গল্পের নাটক ‘সেদিন কী ঘটেছিল?’ তে অভিনয় করলেন জাকিয়া বারী মম। এছাড়াও তার সঙ্গে অভিনয় করেছেন সমাপ্তি মাসুক। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।  

আসিফ চাকরি করে এনজিওতে।

সেই সূত্রে শহর থেকে দূরে প্রকৃতির মাঝে সস্তায় একটা ছিমছাম বাড়ি ভাড়া নিয়ে থাকে। সাথে থাকে তার মা। মূলত মায়ের চাপে পড়ে সে বিয়ে করে ঐশিকে। বাসর রাতেই আসিফ ঐশিকে জানায়, সে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটি তাকে ডাম্প করেছে। এরপরে থেকে তার ভালোবাসার প্রতি আস্থাই নষ্ট হয়ে গেছে। পরিবারের চাপে বিয়ে করলেও তাই সে কখনো ঐশিকে ভালোবাসতে পারবে না। কিন্তু পরিবারের বৌ হিসেবে যথাযথ সম্মান করবে। ঐশি মধ্যবিত্ত ঘরের মেয়ে। ভালোবাসার চেয়ে সম্মানই তাদের কাছে বেশি জরুরি।  

নিয়মমাফিক দাম্পত্য জীবন শুরু হয়। ঐশি রান্না করে। ঘরদার সামলায়। আসিফ অফিস করে। সব ঠিক থাকলেও কোথায় যেন এক শূণ্যতা অনুভব করে দুজনেই। এক দুপুরে ঐশি আয়নার মনের খেয়ালে সাজতে বসে আবিস্কার করে এক ছায়া। সে একটু ভয় পেয়ে যায়। তার শাশুগিড়কে বলে। শাশুড়ি বলে, একা বাসায় এমন অনেক কিছু মনে হয়। সব মনের ভুল। কিন্তু ধীরে ধীরে ঐশি আবিস্কার করে এক তরুণীকে। সেই তরুণী দেখতে অবিকল তারই মতো। তরুণীকে দেখে প্রথমে সে ভয় পেলেও ধীরেধীরে সেই ভুতুড়ে তরুণীর সাথে তার একাকীত্ব ভাগ করে নেয়। এই ভুতুরে তরুণীকে ঐশি ছাড়া আর কেউ দেখে না। সে আসলে এক অতৃপ্ত আত্মা… এভাবেই গল্প এগিয়ে যায়।  

জাকিয়া বারী মম ও সমাপ্তি মাসুক ছাড়াও নাটকে অভিনয় করেছেন মনি চৌধূরী, মাসুম বাশার, মিলি বাশার, সবুজ রহমান, শাকিলা আকতার, মীর শহীদ, প্রিয়াংকা মনি প্রমুখ।

প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ৮টায় একুশে টেলিভিশনে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments