Monday, March 27, 2023
spot_img
Homeবিনোদনসুস্মিতা ঘুরছেন সাবেক প্রেমিকের সাথে, হাসির পাত্র এখন মোদি!

সুস্মিতা ঘুরছেন সাবেক প্রেমিকের সাথে, হাসির পাত্র এখন মোদি!

শুরু হওয়ার আগেই শেষ ললিত-সুস্মিতার প্রেম কাহিনি? গত জুলাই মাসে সাবেক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল কমিশনার তথা আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত ললিত মোদি ইনস্টাগ্রাম পোস্টে ভারতের সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতার সাথে অন্তরঙ্গ পোস্ট দিয়ে দাবি করেছিলেন সুস্মিতা তার গার্লফ্রেন্ড। শুরুতে তো সুস্মিতাকে নিজের স্ত্রী বলেও পরিচয় দিয়ে বসেন তিনি!

১৪ জুলাই-এর সেই ঘোষণায় নড়েচড়ে বসেছিল গোটা ভারত। তবে মাস ঘুরতে না ঘুরতেই কোথায় কী? সুস্মিতা যে একেবারেই পাত্তা দিচ্ছেন না ললিতের দাবিকে তা স্পষ্ট হয়ে যায়। ললিত মোদিকে ছেড়ে সাবেক প্রেমিকের সাথে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সাবেক মিস ইউনিভার্সকে।

ললিত-সুস্মিতার সম্পর্ক নাকি শুরু আগেই শেষ হয়ে গেছে এমনটাই শোনা যাচ্ছে। ললিত মোদি অভিনেত্রীর সাথে বিয়ের ইঙ্গিত দেয়ার পরও সেই সম্পর্ক নিয়ে তেমন কোনো কথাই বলেননি সুস্মিতা। শুধু জানিয়েছিলেন- ‘আমি খুব আনন্দের জায়গায় আছি! বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছি। এবার নিজের জীবনে আর কাজে ফিরি।’

সুস্মিতার সাথে সম্পর্ক ঘোষণার পর ইনস্টাগ্রামে নিজের ডিপি এবং বায়ো বদলে ফেলেছিলেন ললিত মোদি। নায়িকার সাথে আদুরে ছবিকে বানিয়েছিলেন প্রোফাইল পিকচার। সাথে বায়োতে লিখেছিলেন, ‘নতুন জীবন শুরু করতে চলেছি আমার পার্টনার ইন ক্রাইম, আমার ভালোবাসা সুস্মিতার সাথে’।

তবে কোথায় কী? ললিত মোদিকে পাত্তা না দিতে সুস্মিতাকে সময় কাটাতে দেখা গেল রোমান শলের সাথে। সেই নিয়ে নেটদুনিয়ায় চরম হাসির পাত্রে পরিণত হলেন ললিত মোদি। তাই দেড় মাস যেতে না যেতেই কোথায় গেল সুস্মিতার সাথে ছবি আর কোথায় গেল বায়ো-তে সুস্মিতার নাম। সবটাই বদলে ফেললেন ললিত মোদি।

আপতত ললিতের ইনস্টাগ্রামের প্রোফাইলে রয়েছে সিঙ্গেল ছবি। পাশাপাশি বায়ো থেকেও বাদ সুস্মিতা।

এখনো সুস্মিতার কাছের মানুষ রোমান, তা তো স্পষ্ট। কয়েক দিন আগে ছোট মেয়ের জন্মদিনে সাবেক প্রেমিককে নিয়ে শপিং করলেন। এমনকি সুস্মিতার পারিপারিক অনুষ্ঠানেও হামেশাই দেখা যাচ্ছে রোমানকে। যা দেখে সবাই বলছেন, ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগছে।

তাই সবার মুখেই প্রশ্ন তবে কি ললিত-সুস্মিতার সম্পর্কে ভাঙন ধরল? ললিতের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ভোলবদল ওই ইঙ্গিতই দিচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments