Monday, March 20, 2023
spot_img
Homeবিনোদনসুস্থ হয়ে দেশে ফারিয়া

সুস্থ হয়ে দেশে ফারিয়া

ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে গত মাসের শেষের দিকে অভিনেত্রী শবনম ফারিয়ার নাকে অস্ত্রোপচার করা হয়। তারপর সেখানে বড় বোনের বাসায় উঠেছিলেন অভিনেত্রী। এ যাত্রায় সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। এরইমধ্যে দেশেও ফিরছেন ছোট পর্দার এই তারকা। শবনম ফারিয়া বলেন, নাকের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারি। দীর্ঘদিন ধরেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শবনম ফারিয়ার। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন, তার নাকের হাড়ে জটিলতা রয়েছে। দিল্লি যাওয়ার পর এমনটিই জানিয়েছিলেন ফারিয়া।

 এ বিষয়ে ওই সময় ফারিয়া বলেছিলেন, এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন।  এদিকে, অস্ত্রোপচার শেষ হওয়ার পর ফারিয়া জানিয়েছিলেন, আমার চিকিৎসক ডা. কে কে হান্ডা বললেন, একদিন পরেই ব্যান্ডেজ খুলে দেয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারবো। অবশেষে দেশে ফিরেছেন ‘দেবী’ খ্যাত অভিনেত্রী। কিছুদিন বিশ্রাম নিয়ে শিগগিরই কাজে ফিরবেন বলেও জানালেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments