Tuesday, April 16, 2024
spot_img
Homeবিচিত্রসুন্দরবনে মৃত বাঘ

সুন্দরবনে মৃত বাঘ

পূর্ব সুন্দরবনের শরণখোলার রেঞ্জের দুবলার চরের রুপার গাঙ এলাকায় একটি বাঘের মৃতদেহ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে স্মার্ট দলের সদস্যরা নিয়মিত টহলকালে নদীর চরে বাঘের লাশটি পড়ে থাকতে দেখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, স্মার্ট টিমের সদস্যরা দুবলার চর সংলগ্ন রুপার গাঙ এলাকায় একটি বাঘ পড়ে থাকতে দেখেন। তারা কাছে গিয়ে বাঘটি মৃত বলে নিশ্চিত হন।

প্রত্যক্ষদর্শী বনরক্ষীদের বরাত দিয়ে ডিএফও জানান, পুরুষ বাঘটির বয়স ১৫-১৬ বছর হবে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া  যায়নি। বার্ধক্যজনিত কারণে দুই-তিন দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিএফও আরও জানান, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফিনসহ বনরক্ষীরা ঘটনাস্থলে রয়েছেন। মৃত বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হবে। শনিবার সকালে রেঞ্জ অফিস চত্বরে ময়নাতদন্ত শেষে বাঘের বিভিন্ন নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এর পর জানা সম্ভব যাবে কি কারণে মারা গেছে বাঘটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments