রাতভর বাড়িতে তল্লাশি চালানোর পর আল জাজিরার সুদান ব্যুরো প্রধান আল মুসালমি আল কাবাসিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে সামরিক সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। এই গ্রেপ্তারের কড়া নিন্দা জানিয়েছে আল জাজিরা। তারা তার অবিলম্বে মুক্তি দাবি করেছে। রোববার দোহা ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর নিন্দনীয় এই কর্মকা-ের তীব্র নিন্দা জানাচ্ছে আল জাজিরা। একই সঙ্গে কাবাসিকে অবিলম্বে মুক্তি দিয়ে তাদের সাংবাদিকদেরকে ভীতিহীন, অবাধে, আতঙ্কমুক্ত অবস্থায় দায়িত্ব পালনের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সুদানে দায়িত্ব পালনরত আল জাজিরার সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেখানকার সামরিক কর্তৃপক্ষ দায়ী বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বে মিডিয়া এবং সাংবাদিকরা ক্রমবর্ধমান হুমকির মুখে।এমন সময়ে মুক্ত সংবাদ মাধ্যমের ওপর এই আক্রমণকে পুরো সাংবাদিক সমাজের ওপর আক্রমণ হিসেবে অভিহিত করেছে তারা। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং মিডিয়া বিষয়ক সংগঠনগুলোকে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে।
আল জাজিরাকে এবারই প্রথম টার্গেট করেছে সুদানি কর্তৃপক্ষ এমন নয়। ২০১৯ সালে সেখানকার নিরাপত্তা রক্ষাকারীরা রাজধানী খার্তুমে আল জাজিরার সম্প্রচার অফিস বন্ধ করে দেয়। সেখানে অবস্থান করে আল জাজিরা নেটওয়ার্কের প্রতিনিধি হিসেবে কাজ করার অনুমতি বাতিল করে। নিরাপত্তা রক্ষাকারীরা বিক্ষোভকারীদের ওপর এর আগের দিন সরাসরি গুলি করে। এতে কমপক্ষে ৫ জন নিহত হন। সেনারা ওমদুরমানে একটি হাসপাতালেও অভিযান চালায়। সেখান থেকে বেশ কিছু আহত মানুষকে গ্রেপ্তার করেছে।