Friday, July 26, 2024
spot_img
Homeখেলাধুলাসুখবর পেলেন মোস্তাফিজ

সুখবর পেলেন মোস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান।

সিরিজের শেষ ম্যাচে মোস্তাফিজের দায়িত্বশীল বোলিংয়ের কারণেই হোয়াইটওয়াশের শঙ্কা এড়িয়ে শেষ ম্যাচে ১০৫ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৩০৩ ও ২৯০ রান করেও বাংলাদেশ হার এড়াতে পারেনি।

শেষ খেলায় আফিফ হোসেন (৮৫*) ও এনামুল হক বিজয়ের (৭৬) জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নামা জিম্বাবুয়েকে ধসিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজ ৫.২ ওভারে মাত্র ১৭ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন। তার দারুণ বোলিংয়ের কল্যাণে ১০৫ রানের জয় পায় বাংলাদেশ।

আর সেই ম্যাচে দারুণ বোলিংয়ের কল্যাণে আইসিসির সর্বশেষ হালনাগাদে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে সেরা দশে আছেন মোস্তাফিজ। আর ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে আছেন শেখ মেহেদি হাসান।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে তামিম ইকবাল। তিনি আছেন ১৬তম পজিশনে। এক ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ওয়ানডেতে ৮৫ রান করা আফিফ হোসেন রয়েছেন ৮৩তম স্থানে।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments