Saturday, June 10, 2023
spot_img
Homeবিনোদনসুখবর দিলেন নুসরাত ফারিয়া

সুখবর দিলেন নুসরাত ফারিয়া

বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া কলকাতায় গিয়েছিলেন। রোববার (৬ মার্চ) দেশে ফিরেছেন। আর ফিরেই সুখবর দিলেন তিনি। জানালেন, কলকাতায় যে সিনেমায় কাজ করেছেন, সেটা কেবল বাংলায় নয়, মুক্তি পাবে হিন্দি ভাষায়ও।

সিনেমাটির নাম ‘রকস্টার’। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। কলকাতার নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি বেঁধেছেন। এতে রকস্টারের ভূমিকায় আছেন যশ, আর ফারিয়া থাকছেন তার ভক্তের চরিত্রে।

নুসরাত ফারিয়া বললেন, টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর ঢাকায় ফিরেছি। এটাও বড় আনন্দ। আর আরেকটা খবর হলো, সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।

পরিচালক অংশুমান প্রত্যুষ বলেছেন, ভক্ত ও রকস্টারের গল্প এটি। কীভাবে দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেটিই দেখানো হবে। এখানে আছে প্রতিশোধের গল্প।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments