Wednesday, March 22, 2023
spot_img
Homeজাতীয়সুঁই থেকে শুরু করে কাঁথা বালিশ চাদর কেনায় দুর্নীতি হচ্ছে: রিজভী

সুঁই থেকে শুরু করে কাঁথা বালিশ চাদর কেনায় দুর্নীতি হচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেবল টিকা নয়, সুঁই কেনা থেকে শুরু করে কাঁথা বালিশ-চাদর কিংবা হাসপাতালের জানালার পর্দা কেনাকাটায় সরকারের লোকজন দুর্নীতিতে ডুবে গেছে। সেখানে বিদেশ থেকে কঠিন শর্তে প্রায় এক লাখ কোটি টাকা ঋণ এনে কথিত মেগা প্রকল্প করছে। 

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, এই প্রকল্পগুলো মূলত লুটপাটের খনি। দফায় দফায় ব্যয় বাড়ানো হচ্ছে। বর্তমানে একটি শিশু ৯৮ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করে, এখন সেটি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। কারণ ইতোমধ্যে আরও ৬ বিলিয়ন ঋণ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, এই আওয়ামী লীগের হাতে দেশ এবং জনগণ নিরাপদ কিনা এ প্রশ্নটিই এখন বড় হয়ে দেখা দিয়েছে। যে দলের নেতারা রাজস্ব ব্যয় বাড়াতে ফেনসিডিল আমদানির সুপারিশ করে, এ সরকারের লোকজনের কথা শুনলে কিংকর্তব্যবিমূঢ় হতে হয়। 

বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা বলছেন, ঋণ নিয়ে শেখ হাসিনা শত শত মেগাপ্রকল্প খুলেছে। সবগুলোই হচ্ছে অপরিকল্পিতভাবে। বলা যায়-পুরো বাংলাদেশ এখন বিদেশিদের ঋণের জালে বন্দী। ফলে আমাদের সার্বভৌমত্বও বন্দি। এরপর মেগাদুনীতি, অর্থপাচার ও মূল্যস্ফিতিতে শ্রীলংকার চেয়ে বাংলাদেশের অবস্থা আরও খারাপ। এটি রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে। সরকার এখন শুধু চাপার জোরে টিকে আছে। যে কোনো সময় বায়বীয় অর্থনীতি ধসে পড়তে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments