সিলেট এমসি অ্যান্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর বার্ষিক সাধারণ সভা গত ১২ই সেপ্টম্বর শনিবার রাত ৮ টায় জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ক্বোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী। এলামনাই এসোসিয়েশনের নির্বাহী সদস্য কাদির বকতের মাতা এবং সাবেক নির্বাহী সদস্য জাবেদ আহমদ বাবুর পিতা সহ মৃত্যুবরনকারীদের রুহের মাগফিরাত এবং অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করে প্রচার সম্পাদক মোহাম্মদ আকমল খান দোয়া পরিচালনা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুর রহমান সাচ্চু সংগঠনের ২০১৮-২০২০ সালের কার্যক্রমের বিবরনি পেশ করেন। সংগঠনের ২০১৮-২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ এস চৌধুরী নওয়াজ।
সভায় কার্যকরী পরিষদের বিগত সভায় অনুমোদিত বর্তমান কার্যকরী পরিষদের ছয় মাস মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাষ্টি মোশতাক আহমদ, আজমল হোসেন কুনু, বেদারুল ইসলাম বাবলা, মহি ঊদ্দিন, সহ সভাপতি সফিক উদ্দিন চৌধুরী, আজিমুর রহমান বোরহান, দেওয়ান সাহেদ চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ আকমল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, দপ্তর সম্পাদক মো: খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী অদুদ আহমদ, শাখাওয়াত আলী, মামুনুর রসিদ শিপু, গোলাম কিবরিয়া চৌধুরী, এলামনাই আবরার আহমদ দুলাল,আজাদ উদ্দিন ও রনজিত দাস।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলাল উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুর রহমান সাচ্চু। সাধারণ সভায় মতামত, উপদেশ, সহযোগিতার জন্য অংশ গ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান হয়।