কারাবন্দি শ্রমিক নেতার মুক্তি না হওয়ায় সিলেটে আগামীকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল থেকে সিলেট জেলায় এই কর্মবিরতি পালন করা হবে। এসময় সিলেট জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কারাগারে থাকা ওই শ্রমিক নেতার নাম আলী আকবর রাজন। তিনি জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আলী আকবর রাজন শ্রমিক নেতার পাশাপাশি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। এই মামলায় তাকে গত ৭ই ডিসেম্বর নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম রোববার সন্ধ্যায় মানবজমিনকে বলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের বারবার জামিন চাওয়া হলেও আদালত তাকে জামিন দিচ্ছেন না। তাকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিনে বাধা দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে রিকাবীবাজারে ভাঙচুর মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। এছাড়া আরো নতুন মামলায় আসামি করার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে গত ১১ জানুয়ারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে যে, ২২ জানুয়ারি তাকে জামিন না দিলে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে জামিন না দেওয়া আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।