Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকসিরিয়ায় মার্কিন হামলায় আইএস নেতা নিহত

সিরিয়ায় মার্কিন হামলায় আইএস নেতা নিহত

সিরিয়ার ইদলিব প্রদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানকালে সপরিবারে আত্মঘাতী হয়েছেন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বর্তমান নেতা আবু ইব্রাহিম আল কুরাইশি। নিহত কমপক্ষে ১৩ জনের মধ্যে ছয় শিশু ও চার নারী রয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ বৃহস্পতিবার নিজে আইএস নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমেরিকান জনগণ ও আমাদের মিত্রদের সুরক্ষা দিতে এবং বিশ্বকে আরো নিরাপদ করতে গতরাতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা আমার নির্দেশনায় উত্তর-পূর্ব সিরিয়ায় সন্ত্রাসবিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে।

আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সাহসিকতায় আমরা আইএসআইএস নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশিকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছি’।

সিরিয়ার জিহাদি অধ্যুষিত ইদলিব প্রদেশের আতমে শহরের কাছে গত বুধবার দিবাগত রাতে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত কুর্দি বাহিনীর সদস্যরাও এ অভিযানে অংশ নেয়। শুরুতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল আলকায়েদাঘনিষ্ঠ কোনো এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে অভিযানটি চালানো হয়ে থাকতে পারে। পরে খোদ যুক্তরাষ্ট্র আইএস নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানায়, রাতে হেলিকপ্টারের শব্দে তারা জেগে ওঠে। ‘এরপর আমরা ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে বড় বিস্ফোরণের শব্দ আসতে থাকে’, বলেন এলাকার বাসিন্দা আবু আলী।  
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, দোতলা বাড়িটিতে মূল অভিযান শুরুর আগে প্রায় দুই ঘণ্টা ধরে ওপরে উড়তে থাকে হেলিকপ্টার। এরপর প্রশিক্ষিত সেনাদল বাড়িতে নেমে আসে।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, অভিযানকালে কমপক্ষে ১৩ জন মারা গেছে। তাদের মধ্যে চার শিশু ও দুই নারী রয়েছে। সংস্থাটি আরো জানায়, অভিযানকালে বাড়ির ভেতর এক বিদেশি নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। আইএস নেতা কুরাইশিও বিস্ফোরণ ঘটিয়ে সপরিবারে আত্মঘাতী হন বলে জানায় এএফপি।

২০১৯ সালে ইদলিবেই মার্কিন বাহিনীর অভিযানে নিহত হন আইএসের তৎকালীন নেতা আবু বকর আল-বাগদাদি। তার উত্তরসূরি কুরাইশিও মার্কিন বাহিনীর একই ধরনের অভিযানে নিহত হলেন।
সূত্র : আলজাজিরা, এএফপি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments