Wednesday, March 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকসিরিয়ার রাজধানীর কাছে ইসরাইলের মিসাইল হামলা

সিরিয়ার রাজধানীর কাছে ইসরাইলের মিসাইল হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিভিন্ন টার্গেটে মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়ার সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এক সামরিক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার মাঝরাতে এই হামলা হয়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইসরাইলি মিসাইল আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয় বলেও জানান তিনি।
এদিকে বৃটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের কাছের শহর কাটানাতে থাকা ইরান সমর্থিত যোদ্ধাদের বিভিন্ন অবস্থান টার্গেট করে এসব হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ইসরাইলের তরফ থেকে এখনও কোনো বিবৃতি দেয়া হয়নি।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার অভ্যন্তরে শত শত মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল।তবে এ নিয়ে তেমন কোনো বিবৃতি দেয়না দেশটি। সিরিয়ার অভ্যন্তরে ইরানপন্থী সশস্ত্র দলগুলোকে টার্গেট করে এসব হামলা চালায় ইসরাইল। হিজবুল্লাহর উপরে একাধিক হামলার কথা স্বীকার করেছে দেশটি। উত্তরের সীমান্তের কাছে ইরানপন্থীদের উপস্থিতিকে রেড লাইন বিবেচনা করে ইসরাইল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments