Monday, March 27, 2023
spot_img
Homeআন্তর্জাতিকসিরিয়া যুদ্ধে অভিজ্ঞ জেনারেলকে ইউক্রেনে দায়িত্ব দিল রাশিয়া!

সিরিয়া যুদ্ধে অভিজ্ঞ জেনারেলকে ইউক্রেনে দায়িত্ব দিল রাশিয়া!

সিরিয়ায় যুদ্ধ পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এমন একজন জেনারেলকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের নেতৃত্বে এনেছে বলে জানা গেছে। এর মাধ্যমে ইউক্রেনে হামলার দেড় মাসের মাথায় সামরিক অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনল দেশটি।  

একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, নতুন দায়িত্ব পাওয়া রুশ জেনারেলের সিরিয়ায় যুদ্ধ পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।  

নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিসট্রিক্টের কমান্ডার জেনারেল আলেকজান্ডার দভোরনিকভ এখন ইউক্রেনে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন।

বিবিসি জানিয়েছে, মূলত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের প্রচেষ্টার অংশ হিসেবেই যুদ্ধ কমান্ডে এই পরিবর্তন এনেছে রাশিয়া। কারণ এতদিন রুশ সেনা ইউনিটগুলো একক নেতৃত্বে নয়, আলাদাভাবে পরিচালনা করা হতো।
ইউক্রেনে হামলায় রাশিয়ার প্রায় ১০০টি ব্যাটালিয়ন অংশ নিয়েছে বলে জানান ওই পশ্চিমা কর্মকর্তা। কিন্তু এত বিশাল বাহিনী ইউক্রেনের ছোট ছোট সেনা ইউনিটের চমকের সঙ্গে পেরে উঠছে না বলে দাবি করেন ওই কর্মকর্তা।

ওই পশ্চিমা কর্মকর্তা বলেন, ওই কমান্ডারের সিরিয়ায় রুশ অভিযান পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা সামগ্রিক সামরিক নেতৃত্ব এবং (পরিস্থিতি) নিয়ন্ত্রণের দিক থেকে (রাশিয়ার) উন্নতি হবে বলে ধারণা করছি।

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে অভিযান চালাতে এসে রাশিয়ার  প্রায় ১৯ হাজার সেনা প্রাণ হারিয়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ স্বীকার করে বলেছেন, ইউক্রেনে অনেক সেনাকে হারিয়েছি আমরা। বিষয়টিকে নিজেদের ইতিহাসে অনেক বড় দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। 

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেন দিমিত্রি পেসকোভ। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments