স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে মাত্রোস পোজনিখ নামে রাশিয়ার একটি জাহাজ সিরিয়ার লাটাকিয়া বন্দরে গেছে। ধারণা করা হচ্ছে ইউক্রেন থেকে শস্য চুরি করে সেগুলো সিরিয়াতে নিয়ে গেছে রুশ জাহাজটি। গত চার সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মাত্রোস পোজনিখ সিরিয়াতে গেছে।
মাত্রোস পোজনিখ অন্যতম একটি জাহাজ যেটি ইউক্রেনে রামিয়া হামলা করার পর থেকে ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দর থেকে শস্য বোঝাই করার কাজ করছে।
সর্বশেষ জাহাজটিকে সেভাস্তোপোল বন্দরে দেখা যায় ১৯ মে। পরবর্তীতে এটিকে বসফরাস প্রণালী ও তুরস্কের দক্ষিণ দিক দিয়ে যেতে দেখা যায়।
এ জাহাজটি একসঙ্গে ৩০ হাজার টন শস্য বহন করতে পারে।
মাত্রোস পোজনিখ জাহাজটির সঙ্গে আরও যে জাহাজগুলো আছে সেগুলোও ইউক্রেন থেকে শস্য নেওয়ার কাজ করছে।
গণমাধ্যম সিএনএন তাদের একটি প্রতিবেদনে জানিয়েছিল, খামার ও শস্য ভাণ্ডার থেকে সারি সারি ট্রাক শস্য নিয়ে ক্রিমিয়ায় গেছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাশিয়া ইতিমধ্যে তাদের ৪ লাখ টন শস্য চুরি করে নিয়ে গেছে।
রাশিয়ার জন্য শস্য একটি মূল্যবান জিনিস। বিশ্বে এখন প্রতি টন গমের মূল্য ৪০০ ডলার এবং এ বছর এটি আরও বেড়েছে।
সূত্র: সিএনএন